নিজস্ব সংবাদদাতা: থানার ভিতর জেলে বন্দি ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল দত্ত! সমাজমাধ্যমে হঠাৎ এই ছবি ভাইরাল। দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে তাঁকে কথা বলতেও। ব্যাপার কী? কোন অভিযোগের ভিত্তিতে সরাসরি গ্রেফতার করা হল সোহেলকে?

 

 

 

আসলে 'সঞ্জনা'র জন্যই এই হাল সোহেলের। সঙ্গে রয়েছেন আদৃত রায়। কী ব্যাপার এখনও বুঝতে পারছেন না? আসলে জি বাংলার 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে 'ঋক'-এর চরিত্রে অভিনয় করছেন সোহেল দত্ত। যেখানে স্ত্রী 'সঞ্জনা'র ষড়যন্ত্রের শিকার সে। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে কোর্ট এবং থানার দৃশ্যের শুটিং চলছে ধারাবাহিকে। 

 

 

 

শুটিং চলাকালীন সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন সোহেল। যেখানে দেখা যাচ্ছে পুলিশের সামনে হাসিমুখে বসে আছেন অভিনেতা। তবে এই ছবির মন্তব্যে মজা করে আরেকটি ছবি পোস্ট করেন সহ অভিনেতা আদৃত রায়, যে ছবিতে দেখা যাচ্ছে কারাবন্দি সোহেলকে। এই ছবি দেখে অবশ্য সোহেল বলেন, 'এটা কিন্তু ঠিক হল না'।

 

 

 

 

পুরোটাই আসলে মজার ছলে। এই ধারাবাহিকের মাধ্যমে কয়েক মাসের মধ্যেই একে অপরের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়েছে তারকাদের। অনন্যা গুহর এনগেজমেন্টেও হাজির হয়েছিলেন আদৃত, সোহেল সহ আরও অনেকে। তাই ধারাবাহিকে যতই একে অপরের বিপক্ষে কথা বলেন না কেন, এমন মজা চলতেই থাকে তাঁদের মধ্যে। এর আগেও একাধিকবার এই ধারাবাহিক শেষ হওয়ার কথা শোনা গেলেও গল্প এগিয়েছে নতুন ভাবে। 

 

 

 

এই মেগার মাধ্যমে অনেকদিন পর আবার ছোটপর্দায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে সোহেলকে। এই চরিত্র বেশ উপভোগ করছেন অভিনেতা। রাজনীতির পাশাপাশি আবার অভিনয়ে মন দিয়েছেন সোহেল। আর শুটিংয়ের ব্যস্ততার মাঝেই চলছে তাঁদের এমন মজা-খুনসুটি।